৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে মুসল্লিদের চলাচলে দুর্ভোগ কমালেন তরুণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৪ ২০২৪, ২১:২৭ | 691 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মসজিদ ও নূরানী মাদরাসায় যাতায়াতের ১৪৬ ফুট রাস্তায় কাঁদা থাকায় দীর্ঘদিন দুর্ভোগ ছিল মুসল্লি ও কোমলমতি শিশুদের। চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর মোল্লা বাড়ি ও ভুঁইয়া বাড়ি এলাকার সেই রাস্তার দৃশ্য পাল্টে দিয়েছেন আবদুল বাতেন মোল্লা বাবলু নামের এক তরুন। তিনি বসন্তপুর গ্রামে মোল্লা বাড়ির নোয়াব আলী মোল্লার ছেলে। ১৪৬ ফুট রাস্তা সিসি ঢালাই দিয়ে নতুন করে সংস্কার করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিনের দুর্ভোগ লাগব করতে মসজিদের মুসল্লি ও নূরানী মাদরাসা ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা রাস্তাটি সংস্কারের জন্য আবদুল বাতেন মোল্লা বাবলুকে জানান। তিনি নিজ অর্থায়নে শনিবার থেকে রোববার পর্যন্ত রাস্তাটি সিসি ঢালা দিয়ে সংস্কার করে দেন। এমন কাজ করায় বাবলুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
অনেকে জানান, ছোটকাল থেকেই বাবলু সাধারণ মানুষের উপকার করতে পছন্দ করতেন। সামাজিক বিভিন্ন কাজে তার অবদান রয়েছে।
হেলাল উদ্দিন মোল্লা নামের এক মুসল্লি সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন, ‘আবদুল বাতেন মোল্লা বাবলু একক অর্থায়নে মসজিদের মেহেরাবের কাজ, চারপাশের চলাচলের রাস্তা পাকাকরণ, পার্কিং টাইলসের কাজ, মসজিদের পশ্চিম পাশে দৃষ্টিনন্দন টাইলস্ এবং ৮ ফুট প্রস্থ-১৪৬ ফুট লম্বা কাঁদাযুক্ত রাস্তাটি সিসি ঢালাই দিয়ে সংস্কার করে দিয়েছেন। আল্লাহ দরবারে ওনার মঙ্গল কামনা করছি’।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET