চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন গরীব মোদের আপন
জনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, গরীব অসহায় দুস্থদের মাঝে
সেলাই মেশিন ও কাশিনগর ইউনিয়নের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের
মাঝে কলম, ব্যাগ ও খাতা শুক্রবার বিকেলে কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়
মাঠে বিতরণ করা হয়েছে। গরিব মোদের আপন জনের সিনিয়র সদস্য
ফখরুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরা
কুমিল্লার সন্তানের আহবায়ক রোটারিয়ান আবদুল হান্নান,
আবদুল্লাপুর তরুণ উদ্দীপন সংঘ যুগ্ম আহবায়ক কৃঞ্চ শীল, দারিদ্রের
আলো কার্যকরী কমিটির সদস্য প্রভাষক মোঃ আবুল কালাম, চেতনা
একাত্তর পোটকরা সাংগঠনিক সম্পাদক কাউছার আলম, মানবতার ডাক
সাংগঠনিক সম্পাদক আদিদুল ইসলাম সাকিব। গরীব মোদের আপনজনে
প্রচার সম্পাদক শংকর পালের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
কাশিনগর ইউনিয়নের সাবেক চেয়াম্যান শহীদুল হক শাহীন, শ্রীপুর
ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, কবি ফয়েজ
উল্লাহ রবি, ডাঃ ফারুক আহাম্মেদ, ডাঃ মামুন, গরীব মোদের আপন
জনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ পরান, অর্থ সম্পাদক আল আমিন
মোল্লা, সিনিয়র সদস্য রাশেদুল ইসলাম,সদস্য আবদুর রহমান, আবদুল
মালেক, কাশিননগর স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম,
জুগিরকান্দি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন,
হিলাননগর স্কুলের সিনিয়র শিক্ষক সুনিল চন্দ শীল, অশ্বদিয়া মদিনাতুল
উলুম মাদ্রাসার সুপার মোঃ কামাল উদ্দিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী
সংগঠনের নেতৃবৃন্দ।