কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ মোঃ মমিন(৪৮) নামে হাত-পা বাধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর গ্রামের ইয়াদ আলী আকন্দের ছেলে। এরআগে পুলিশ লাশটি অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় বুধবার সকালে স্থানীয় লোকজন অজ্ঞাতনামা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল তৈরি করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ অজ্ঞাতনামা মরদেহের পরিচয় নিশ্চিত করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে পিবিআই ও সিআইডির পৃথক টিমের সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তিটির প্রাথমিক পরিচয় সনাক্তকরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ মহসাড়কের পাশে ফেলে যায়। এ বিষয়ে মৃত ব্যক্তির স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে’।