
ছাগলনাইয়া পৌরসভার ১ নং ওয়ার্ড দক্ষিণ সতর দারুল আরক্বাম ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার বাবুলের সভাপতিত্বে ও মাদ্রাসার সভাপতি হায়াত হোমস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী ওবায়দুল হক সিরাজী ও মাদ্রাসার সাধারণ সম্পাদক আবদুল মোমিন ভুঁইয়ার তত্ত্বাবধানে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে বয়ান করেন চট্টগ্রাম ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব মাওঃ এম হাসিবুর রহমান (সিলেট)। বিশেষ মুফাচ্ছির হিসেবে বয়ান করেন ঢাকা মধ্য বাড্ডা দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ আবদুল ফাত্তাহ বিন আমিন ও উত্তর যশপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মির্জা আবদুল হান্নান।

তাফসীরুল কুরআন মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আবদুল লতিফ বাহার, কাউন্সিলর মেহেদী হাসান চৌধুরী শিমুল, ব্যবসায়ী ও মাদ্রাসার দাতা সদস্য আবু মোঃ রুবাইম, মানারাত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক যাইনুল আবেদীন।
Please follow and like us: