
ছাগলনাইয়া পৌর বিএনপির সাবেক সাধারণ মোর্শেদুল হাই মুন্নার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্না স্মৃতি সংসদের উদ্যোগে খতমে কুরআন, মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে কলেজ রোড়ের ছাগলনাইয়া কমিউনিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত স্মরণসভা সভায় স্মরণ সভা উদযাপন কমিটির আহবায়ক ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও ছাগলনাইয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম শাকিল ও জেলা ছাত্রদলের সদস্য জাফর চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন সরকার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, জেলা বিএনপির সদস্য রিয়াজুল হক তুহিন, পৌর বিএনপির সদস্য সচিব কাজী আবদুল লতিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক মনির আহাম্মদ খোকন, যুগ্ম আহবায়ক এমজি কিবরিয়া মজুমদার, আবুল খায়ের মজুমদার বাবুল, কামরুজ্জামান মজুমদার বাবলু, রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন খন্দকার, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুল মোমিন ভূঁইয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি শহীদ উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পাঠাননগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন টিপু, ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোদাচ্ছের হোসেন আরিফ, সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু, রাজিব, হেদায়েত হোসেন চৌধুরী পপিন, রিয়াজ উদ্দিন মজুমদার প্রমূখ।
একইদিন সকালে মরহুমের পরিবারের পক্ষ থেকে পশ্চিম ছাগলনাইয়া তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদরাসায় কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং মুন্না স্মৃতি সংসদের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার কবর জিয়ারত করা হয়। উল্লেখ্য, মোর্শেদুল হাই মুন্না ২০০৬ সালের এদিনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।