
ছাগলনাইয়া উপজেলার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অর্ধশতাধিক সংগঠনকে নিয়ে ঈদ পরবর্তী মিলনমেলা ও ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে ৩৫০ এর অধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
ছাগলনাইয়া উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে উক্ত অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ সুমিত, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামসহ বিভিন্ন প্রশাসনিক এবং সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তরা বিগত সময়ে স্বেচ্ছাসেবীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে এমন মিলনমেলা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্বেচ্ছাসেবীদের পদচারনায় মুখরিত এই মিলনমেলা উন্মুক্ত নাচ, গান, কৌতুক, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আরও প্রাঞ্জল এবং উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজক কমিটি জানান, ছাগলনাইয়ায় বিভিন্ন এলাকার অগণিত স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে একই প্লাটফর্মে নিয়ে আসার উদ্দেশ্যে ছাগলনাইয়া সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতা পরিবার গঠন করা হয়। যেকোনো দুর্যোগ ও সংকটে সকলে একসাথে কাজ করাই এই প্লাটফর্মের মূল উদ্দেশ্য।