নজরুল ইসলাম চৌধুরীঃ সোমবার (২৬ ফেব্রুয়ারি) ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সাত বাড়ী এলাকার হাজী আবদুল কাদেরের ঘরে অগ্নিকান্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত চার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে আসেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বেলা ১ টা ৩০ মিনিটের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে চারটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পেয়ে সন্ধ্যা ৭ টার সময় সোহেল চৌধুরী ক্ষতিগ্রস্তদের জন্য চাল, ডাল, লবন, তৈল, পেয়াজ, রোসনসহ বিভিন্ন ত্রান সামগ্রী নিয়ে আসেন। স্থানীয় পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা জানান, উপজেলা চেয়ারম্যান ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রান সামগ্রী বিতরণ করেন। কাউন্সিলর মুছা আরো জানান, সোহেল চৌধুরী এ ক্ষতিগ্রস্ত চার পরিবার মাঝে সরকারী তহবিল থেকে নগত টাকার অনুদান প্রদান করবেন বলে আশ্বাস দিয়েছেন। এসময় উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া বিআরডিবি’র চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন সোহাগ, আওয়ামীলীগ নেতা কফিল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।