
ছাগলনাইয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২০-২০২১ রবি মৌসুমের জন্য সরকার কর্তৃক প্রদেয় সার-বীজ ও বোরো ধানের হাইব্রিড বীজ সহায়তা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় এ প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুল করিম কাউছার। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ জানান, উপজেলার ৫’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বরোধান, ভুট্টা, গম, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম ও শীতকালীন মুগ উৎপাদন বৃদ্ধি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং ১ হাজার ৫’শ কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড বীজ সহায়তা প্রদান করা হবে। ৫ জন ও ১০ জন কৃষকের গ্রুপের মাঝে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ইউএনও সাজিয়া তাহের কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির প্রতি বিশেষ নজর রেখে কৃষকদের জন্য বিভিন্ন প্রকার কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছেন। আপনারা এ প্রণোদনা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের সাবলম্বী করুন এবং দেশের অর্থনীতি সচল রাখুন। চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতে কৃষকরা বিশেষ অবদান রেখছেন উল্লেখ করে তিনি সকল কৃষককের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।