
ছাগলনাইয়ায় নারী উদ্যোক্তারা ‘নতুনত্ত্বে আমরা ২০২০’ বেনারে মিলন মেলার আয়োজন করে। এ মিলনমেলায় জোড় হয় শতাধিক নারী। এতে নারীদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সমাহার নিয়ে বসানো হয় ১২ টি স্টল। এ মিলনমেলায় তারা দিনব্যাপী বেচাকেনা সহ গান নাচে আনন্দ উল্লাসে মেতে উঠে। উদ্যোক্তা নুপুর ইসলাম জানায়, ঘরে বসে আমরা অনলাইনে ব্যবসা করার উদ্যোগ নিয়েছি এবং এতে আমরা সফলা পেয়েছি। আমরা চাই আমাদের সমাজের নারীরা নিজ উদ্যোগে আত্মনির্ভরশীল হউক। আমাদের উদ্যোক্তা সংগঠনের মাঝে রয়েছে, মিশ্রণ গ্রুপ, সেজুতি বিউটি পার্লার, ছাগলনাইয়া ডিভাইন ডিভাইস সহ আরো অনেকে। উদ্যোক্তাদের মাঝে উপস্থিত ছিলেন, নুপুর ইসলাম, নওশীন তাসনীম, সেজুতি বণিক, ফৌজিয়া অনি ও ফারজানা আক্তার নিলা। নারী উদ্যোক্তা নওশীন তাসনীম জানান, ছাগলনাইয়া মফস্বল এলাকা এ মফস্বলের নারীরাও আমাদের দেখে নিজেরা কিছু করার চেষ্টা করুক এটা আমরা চাই। পাশাপাশি নারী উদ্যোগী হয়ে যদি ঘরে বসে অনলাইনে অর্ডারের মাধ্যমে ব্যবসা করে তবে তারা স্বনির্ভর ও সাবলম্বী হবে। এসব উদ্যোক্তারা অনলাইন ব্যবসায় নারীদের নিত্য প্রয়োজিনয় সামগ্রী, শিশুদের প্রয়োজনীয় আইটেম, হরেক রকমের পিঠা সহ বিভিন্ন আসবাবপত্র রেখেছেন। অনলাইনে অর্ডার দিলেই ক্রেতার বাসায় তারা মালামাল পৌছে দেন বলে জানান। শনিবার (২৬ ডিসেম্বর) ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এ নারী উদ্যোক্তার মিলনমেলা বসে।