
নজরুল ইসলাম চৌধুরীঃ
প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বুধবার (১৭ মে) সকালে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগে’র সভাপতি জিয়াউল হক দিদার ও সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল’র নেতৃত্বে ছাগলনাইয়া পৌর শহরের প্রধান প্রধান সড়কে উপজেলা ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল শেষে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মী বৃন্দ এতে অংশ গ্রহণ করে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যাকান্ডের পর দীর্ঘ প্রবাস জীবন অতিবাহিত করার পর ১৯৮১ সালের ১৭ই মে প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিজ দেশে প্রত্যাবর্তন করেন।