বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসাধারণকে সচেতণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ছাগলনাইয়া থানার আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২১ মার্চ) সকাল থেকে ছাগলনাইয়া পৌর এলাকা, সকল ইউনিয়নসহ উপজেলাব্যাপী আটটি টিমের মাধ্যমে জনগণকে করোনা সচেতনতায় করণীয় শীর্ষক বিষয়ে প্রচারণা কর্মসূচি পালন করেছে বলে জানান ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ। সচেতনতা মূলক প্রচারণা কর্মসূচীর পাশাপাশি হাটবাজারে, শপিংমলে, যানবাহনের যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, ছাগলনাইয়া থানার এসআই আবু নোমান, মোঃ ইউছুফ, পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, হাবিবুর রহমান হাবিব, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব বদরুদ্দৌজা ভূঁইয়া তারেক, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।