আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২০, ২১:৫১ | 700 বার পঠিত
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উপলক্ষে বাগেরহাট জেলা ও উপজেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাবলম্বী অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ ‘জয়িতা’ পদকে ভূষিত হয়েছেন মোংলার মেয়ে ঝর্ণা আক্তার।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ পদকে ভূষিত করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কমলেশ মজুমদার, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনিমেষ বালা, বুড়িরডাঙা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিনা, মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, মোংলা সরকারি কলেজের অধ্যাপক এস এম মাহবুবুর রহমান,ডাঃ কবিরুল ইসলাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জীবনের জন্য প্রকল্প কর্মকর্তা আবেদা সুলতানা প্রমূখ।
ঝর্ণা আক্তার বাগেরহাট জেলার মোংলা উপজেলার পৌর এলাকার আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সড়কের বসবাসরত একজন সংগ্রামী নারী
ঝর্ণা আক্তার পেশায় একজন এক্সপার্ট বিউটিশিয়ান। পালকি বিউটি পার্লার নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার। সমাজের অবহেলিত নারীদের দক্ষকর্মী হিসেবে গড়ে তুলতে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ,পার্লার বিউটিশিয়ানের কাজ শিখানোসহ বিভিন্ন জীবিকা নির্বাহ কর্মকান্ডে নারীদের সাবলম্বী করতে অনেক ভূমিকা রেখেছেন।
শ্রেষ্ঠ “জয়িতা” পদক প্রাপ্তির অনুভূতি সম্পর্কে জানতে চাইলে ঝর্ণা আক্তার বলেন, অনেক সংগ্রাম করেই আজ আমি এ পর্যায়ে এসেছি। সবার ভালবাসা নিয়েই পাড়ি দিতে চাই জীবনের বাকিটা পথ।