জাতীয় মহিলা সংস্থা ছাগলনাইয়া উপজেলা শাখার চেয়ারম্যান নির্বাচিত হলেন সালমা আক্তার নিতু । তিনি ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সহধর্মীনি । রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ স্বাক্ষরিত চিঠি সূত্রে এ তথ্য জানাগেছে। জাতীয় মহিলা সংস্থা ছাগলনাইয়া উপজেলা শাখার কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষিকা সদস্য শ্রেণিতে পাঠাননগর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগম, সমাজসেবায় কাউন্সিলর হাছিনা আক্তার, বিশিষ্ট মহিলা সদস্য শ্রেণিতে মাহাবুবা আক্তার ও শিখা রানি দাস। কমিটির মনোনীত চেয়ারম্যান ও বর্ণিত সদস্যগণ ১৭ নভেম্বর ২০২২ ইং তারিখ থেকে দুই বছরের জন্য স্বীয় পদে বহাল থাকবেন বলে উল্লেখ রয়েছে।
Please follow and like us: