বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়ন কমিটি গঠন অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাতবাড়িয়া ইউনিয়ন নবগঠিত কমিটির সভাপতি ডাক্তার ফয়েজ উল্লাহ মুন্নার সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন।
সাতবাড়িয়া ইউনিয়ন নবগঠিত কমিটির ওলামা বিভাগ সেক্রেটারি হাসান মাহমুদের সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহ-সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য মাহবুবুল হক চৌধুরী শিপন, সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াত নতুন কমিটির সেক্রেটারি আব্দুর রাজ্জাক মিন্টু, সহকারি সেক্রেটারি ওমর ফারুক খোকন, অফিস ও অর্থ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।