ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার গাড়াদহ ইউনিয়নের হরিরামপুর গ্রামের জনৈক হিন্দু কাঠমিস্ত্রীর কিশোরী মেয়ে গাড়াদহ গার্লস স্কুলের জেএসসি পরীক্ষার্থী , সে গতকাল (০৫ নভেম্বর) মঙ্গলবার সকালে তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্ধারিত পরীক্ষা দিতে যায়। সকাল সাড়ে নয়টায় স্কুল প্রাঙ্গনে শতশত ছাত্রছাত্রী ও অভিভাবকদের সামনে উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ বাজার এলাকার ভ্যানচালক আয়নাল হোসেনের ছেলে শাহজাদপুর সরকারি কলজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বখাটে মোতালেব হোসেন জোরপূর্বক তাকে চুমু দেয় ও শারিরীকভাবে লাঞ্চিত করে।
এ সময় কিশোরীর চিৎকারে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা মোতালেবকে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জাকিয়া সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত বখাটেকে এ দন্ড দেন।
ঘটনার শিকার কিশোরীর পিতা জানান, বখাটে মোতালেব দীর্ঘদিন যাবৎ স্কুলে যাতায়াতের পথে তার মেয়েকে নানা ভাবে উত্যক্ত করতো। বিষয়টি মোতালেবের অভিভাবককে একাধিকবার জানানো হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
শাহজাদপুর থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামীকে আজ দুপুরে শাহজাদপুর কোর্টের মাধ্যমে জেল হাজকে প্রেরণ করা হয়েছে।