ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করার আ- প্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন।
তিনি পৌরসদরের চৌ- রাস্তার মোড়ে গোল চত্বরের রং কাজ করাসহ আধুনিক নগর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের অর্থ্যায়নে।
পৌরবাসীকে একটি নতুন চমক দেখানোর জন্য তিনি ইতিমধ্যে এই উদ্দ্যোগ বস্তাবায়ন করার লক্ষে সরকারের দফতারের কাগজ পত্র জমা দিয়েছেন।
চৌ- রাস্তাকে শিশুদের জন্য নৌকা ঘুরানোর নাগর দোলনার পরিকল্পানা কাজ চালিয়ে যাচ্ছেন। তার সুফল রাতে থাকবে অধিম আলো। এই আলোয় আলোকিত হবে পৌরবাসীর উজ্জ্বল রাত্র।
পৌর সদরসহ বাজারের বিভিন্ন পয়ের্ন্টে শিশুদের জন্য এই নাগর দোলার কাজ নিজ অর্থ্যায়নে করবেন বলে প্রতিবেদকের কাছে আগ্রহ প্রকাশ করেন।
তাই চৌ-রাস্তাকে তিনি উন্নয়নের ব্যানার, বোর্ড দিয়ে হলুদ রং করে নিজ দখল করে নিয়েছেন যেন কেহ তার উন্নয়নের কাজে বাঁধা দিতে না পারে।
সে জন্য সকল পৌরবাসীকে সাথে নিয়ে তিনি আগামী কাজের সকল কার্যক্রম তদারকি করবেন।
তাছাড়া ২১ শে ফেব্রয়ারী উপলক্ষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, সকল শুভাকাঙ্খি সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এবং সরকারের উন্নয়নকে আরও বেগবান করা হোক এটাই তিনি কামনা করেন।
সর্বপরি সকলকে ২১ শে ফেব্রয়ারীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের এই অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন।