শামীম খান ঝিনাইদহ প্রতিনিধি ঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদেরকে সু-সংগঠিত করার লক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবেক সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান(চঞ্চল) কর্মীসভা ও গনসংযোগ করেছেন।
শনিবার বিকালে কোটচাঁদপুর পৌর আ,লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ওসমান গনির সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান (চঞ্চল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান বাবলু , সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সাবদালপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন নাসির,যুবলীগ নেতা আজাদ তালুকদার,সামাউল হক লাড্ডু,জাহিদ হাসান,রুবায়েত হোসেন রাহুল প্রমুখ।
সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান (চঞ্চল) তার বক্তব্যে বলেন,সামনে নির্বাচন এসময় অনেক বাধার সম্মুখিন হতে হবে। সকল বাধাকে উপেক্ষা করে সকলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এবং আবারো আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কার জয় ছিনিয়ে আনবো ইনশাল্লা। কর্মীসভা শেষে বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে শহরে একটি মিছিল বের করা হয়।