দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে দুনীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, উপজেলা চত্বরে মানববন্ধন ও উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অধ্যক্ষ সৌমেন মন্ডলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী, সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, প্রভাষক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, প্রভাষক আব্দুল হালিম ঢালী, এ্যাড. আলমগীর কবির, কমিটির সদস্য শিক্ষক সৌরেন্দ্রনাথ বিশ্বাস, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব প্রমুখ।
Please follow and like us: