
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের জন্য সুপেয় খাবার পানি কর্ণার ও আধুনিক ওয়াশরুম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এনসিডিই প্রকল্পের লাইন ডিরেক্টর প্রফেসর ডাঃ মোঃ রোবেদ আমিন শুভ উদ্বোধন করেন। এ সময় ছিলেন ছিলেন প্রোগাম ম্যানেজার ডাঃ রফিকুউস সালেহিন , ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ রাহাত ইকবাল চৌধুরী , এরিয়া আর্সেনিক নেটওয়ার্ক প্রকল্প পরিচালক ডাঃ তরুণ কান্তি হৌড় , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজল মল্লিক , রিজোনাল প্রোগ্রাম ম্যানেজার রেজাউল করিম রাজু , আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম উদ্দিন , ডাঃ মেহবুব হাসান সাব্বির , প্রকল্প কর্ডিনেটার মোঃ শাহ আলম , মনিটরিং অফিসার শেখ তকদিরুল আওয়াল প্রমুখ। জানা গেছে, সুপেয় পানি কর্ণার আর ওয়াশরুম ছাড়াও হাসপাতালে রোগীদের উন্নত স্বাস্থ্য সেবার জন্য একটি মেডিকেল কর্ণার উদ্বোধন করা হয়। যেখানে রোগীর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পরামর্শ ও চিকিৎসা দেয়া হবে।