ডুমুরিয়ায় শিল্পী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বৃক্ষপ্রেমী, প্রয়াত সংগীত শিল্পী রবীন্দ্রনাথ মল্লিকের স্মরণে মাসব্যাপী বৃক্ষ রোপন অভিযান শুরু করা হয়েছে। বুধবার সকালে উপজেলার রংপুর ইউনিয়নের সাড়াতলা নব নির্মাধীন মা প্রতিমা হাসপাতাল চত্বরে একটি বট বৃক্ষের চারা রোপণ করে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। সংগঠনের সাধারণ সম্পাদক লিটন কুমার ঢালীর পরিচালনায় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল। বক্তৃতা করেন প্রয়াত রবিন্দ্রনাথ মল্লিকের সহোদর ডক্টর সন্দীপক মল্লিক,অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন, সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বসাক, রামপ্রসাদ জোর্দ্দার, সৌমিত্র বিশ্বাস,রাধা গোবিন্দ সেবাশ্রমের আশ্রমাধ্যক্ষ ধীরেন্দ্রনাথ সাধু, প্রতিমা দেবী ও কনক কুমার মন্ডল। এ সময় প্রয়াত সংগীত শিল্পীর ভক্তবৃন্দরা ডক্টর সন্দীপক মল্লিকের স্বরচিত মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। এরপর অতিথিদের নিয়ে কালিবাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে, মুজারঘুটা প্রিয়নাথ মহাশ্মশান মঠ চত্বরে ও বটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফলজ বনজ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক অনুদ্যুতি মন্ডল, বিমান কুমার রায়, ব্রজলাল মন্ডল, মনি শংকর বালা, তপদ্যুতি বিশ্বাস, গৌরাঙ্গ বিশ্বাস, মনিশঙ্কর মন্ডল, শিপ্রা মন্ডল প্রমুখ।
Please follow and like us: