খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার ৪৮টি গ্রামের পানি নিষ্কাশন, ভদ্রা নদী খনন ও নদীর উপর থেকে গরুর খামার অপসারণের দাবিতে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। তিন জেলার গ্রামবাসীর আয়োজনে শনিবার সকাল ১০টায় চুকনগর বাজার ব্রীজ রোডে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজ সেবক এসএম আব্দুর রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোড়ল আমিনুর রহমান, অধ্যাপক মনিরুল ইসলাম, মাওঃ আবু সাইদ, শফিকুল ইসলাম, আব্দুল হালিম মোড়ল, আব্দুর রশিদ মোড়ল, আব্দুল গফুর মোল্লা, কামাল সরদার, বদরুজ্জামান মিন্টু, আব্দুল কাদের, আব্দুল গফফার প্রমুখ।
Please follow and like us: