১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় বাদীর বিরুদ্ধে আদালতে বিচারাধীন জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ




ডুমুরিয়ায় বাদীর বিরুদ্ধে আদালতে বিচারাধীন জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২৪, ১৮:৩০ | 680 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় বাদীর বিরুদ্ধে আদালতে বিচারাধীন জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলা নিষ্পত্তি হওয়ার আগে জোরপূর্বক গাছ কেটে নেয়ায় ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের আফসার আলী শেখের ছেলে এসএম সাইফুল ইসলাম প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের মৃত মোবারক আলী মোড়লের ছেলে মোসলেম উদ্দিন মোড়ল, ভাই মোফাজ্জেল মোড়ল, ভাইপো আলমগীর মোড়ল, মৃত হাতেম মোড়লের ছেলে ইসহাক আলী মোড়ল, ছেলে আসাদুল মোড়ল ও হাফিজ মোড়ল, মৃত আব্দুল মোড়লের ছেলে ইনামুল মোড়ল, আকাম গাজীর ছেলে নজরুল গাজী ও ওহাব মোড়লের ছেলে মহিফুল মোড়লদের সাথে মালতিয়া মৌজা, যার খতিয়ান নং-৫৩২,দাগ নং এসএ ২২৩৮,২২৪৯,আরএস নং ৩৫৪৮,৩৫৫০, ০.৫৮ একর জমি নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছে। যা বাদী দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। বিধায় ১নং বিবাদী মোসলেম উদ্দিন মোড়ল খুলনার জেলা জজ ২য় আদালতে ১০৭/১৭ নং মামলা দায়ের করেছে। যা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এমতাবস্থায় মামলার বিচার শেষ হওয়ার আগেই গত ২৩/০৩/২৪ তারিখ সকাল অনুমান ৮টায় তার ভোগদখলীয় জমিতে অনাধিকার জোরপূর্বক প্রবেশ করে ৬টি শিরিশ গাছ, প্রায় ৫০ টি বাঁশসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে গেছে। এঘটনায় তিনি বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি ওসি স্যারকে জানিয়েছি। স্যার উভয় পক্ষকে নিয়ে একটি সুষ্ঠু সমাধান করবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET