১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় বাস চাপায় ইঞ্জিন ভ্যানযাত্রী নিহত

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২৫, ২৩:০০ | 624 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় দ্রুতগতি সম্পন্ন বাসের চাপায় মফিজুল ইসলাম নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। এসময় অদক্ষ বাস চালকের ভুলে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছে কমপক্ষে ১০/১২ জন বাসযাত্রী। রোববার বেলা ১১ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগর সরদার বাড়ির কালভার্ট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সাতক্ষীরা জেলা (মধুমোল্লার) ডাঙ্গি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এস আই মোঃ কামরুল ইসলাম জানায়, মুজিবুর রহমান গাজী নামে এক ইঞ্জিন ভ্যান চালক চাকুন্দিয়া মাদ্রাসা মোড় নামক স্থান হতে ৪ জন যাত্রী নিয়ে চুকনগর বাজার অভিমুখে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী একটি যাত্রীবাহী বাস খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগর সরদার
বাড়ি গ্রামের কালভার্ট স্থানে পৌছুলে দ্রুতগতি সম্পন্ন বাসটি ইঞ্জিন ভ্যানটিকে চাপা দেয়৷ এসময় বাস চালক ইঞ্জিন ভ্যানের যাত্রীরা মারা গেছে এই আশঙ্কায় চলন্ত বাসের স্টিয়ারিং ছেড়ে বাস থেকে লাফিয়ে পড়ে৷ অল্পক্ষণের মধ্যেই বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসংবাদে স্থানীয়দের সহযোগিতায় খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে বাসযাত্রী ও ভ্যানযাত্রীদের আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মফিজুল ইসলামকে মৃত বলে ঘোষণা করে। আহত ফারুক হোসেন, কৌশি রায়, মুকুল বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। দূর্ঘটনা কবলিত বাস ও ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ভ্যানটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET