খুলনার ডুমুরিয়ায় মসলা চাষে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। বাংলাদেশের মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে এবং আঞ্চলিক মসলা গবেষণা প্রকল্পের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা কেন্দ্রের আঞ্চলিক গবেষক মোঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন মোঃ ওহিদুজ্জামান, আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রমুখ। প্রশিক্ষণে ২৫ জন মসলা চাষী অংশ গ্রহন করেন।