খুলনার ডুমুরিয়ায় মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পাইকারী মাছ ব্যবসায়ীরা। সোমবার সকাল ৯ টায় উপজেলার আঠারোমাইল বাসষ্ট্যান্ডে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার মাছ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এসময় ব্যবসায়ীরা মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ এবং নির্বিঘ্নে ব্যবসা করার নিশ্চয়তার দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুল মালেক, রফিকুল ইসলাম, সম রোকনুজ্জামান মন্টু, সরদার আনিসুর রহমান, মোঃ ইয়াহিয়া, ইকবাল হোসেন, আব্দুর রহমান, সরদার নাজমুল ইসলাম প্রমুখ।