খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালযের কতিপয় সহপাঠীদের নৃশংসতার শিকার প্রয়াত শিক্ষার্থী নিরব এর স্মরনে গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ে প্রাঙ্গনে শোকাহত শিক্ষার্থী শিক্ষক ও ম্যানেজিং কমিটির উদ্যোগে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য সরদার মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজাজার খান আতিয়ার রহমান, ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী। প্রাক্তন ছাত্র কাজী মেহেদি হাসান রাজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এস এম সুলতান আহম্মেদ, কাজী আব্দুল মজিদ, স্কুলের প্রধান শিক্ষক শংকর মন্ডল, শিক্ষক হারুনুর রশিদ, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ম্যানেজিং কমিটির সদস্য ইজ্জত আলী, আছাদুজ্জামান মিন্টু, প্রভাষক যতিন্দ্রনাথ মন্ডল প্রমুখ।