১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরশনে উদ্যোগ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ২৪ ২০২৪, ০০:২৯ | 693 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চলতি বর্ষা মৌসুমের শেষে অতিবর্ষণে সারাদেশের ন্যায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরষনের লক্ষ্যে শুক্রবার সকালে শোলমারি রেগুলেট পরিদর্শণ পূর্বক কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাম্প্রতিক ভারি বর্ষায় ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া, খলশী, মির্জাপুর, কাটাখালি বিল-সহ বিভিন্ন বিলের জলনিষ্কাশনে সুব্যবস্থা না থাকায় সৃষ্ট জলাবদ্ধতা থেকে মুক্তির পথ খুজতে শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জননেতা মোল্লা মোশারফ হোসেন মফিজের উদ্যোগে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা শোলমারী ১৮-ভেন্ট স্লুইস গেট পরিদর্শনে যান। এখানে উল্লেখ্য সমগ্র বিল ডাকাতিয়া-সহ ডুমুরিয়ার আশ-পাশের সকল বিলের পানি নিষ্কাশনের একমাত্র পথই হলো শোলমারী স্লুইস গেট। গতবছর অক্টোবর মাসে বিল ডাকাতিয়া অঞ্চল তলিয়ে যাওয়ায় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড থেকে স্বেচ্ছাশ্রমে পলি অপসারণ-সহ নানামুখি কার্যক্রম পরিচালনা করা হয়। তারপর আবারও শোলমারী গেটের সামনে নদীর পলি জমতে-জমতে পানি নিষ্কাশনের ব্যবস্থা আবারও অচল হয়ে পড়ায় বিলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডুমুরিয়া অঞ্চলের জলনিষ্কাশনের উপায় নির্ধারণের লক্ষ্যে নেতৃবৃন্দের উপস্থিতির কথা শুনে অসংখ্য ভুক্তভোগী মানুষ শোলমারী গেটের সামনে উপস্থিত হয়ে অবিলম্বে গেটের মুখে(সামনে) জমা পলি অপসারণের দাবি জানান।
এ প্রসঙ্গে খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান বলেন, শোলমারী গেটের মুখে পলি জমার ফলে ঠিকমতো পানি নিষ্কাশন হচ্ছে না। পরিস্থিতি দেখে আজই(শুক্রবার) স্কেভেটর দিয়ে পলি অপসারণ কাজ শুরু করিয়েছি। আর শনিবার থেকে ৪টি উচ্চ-ক্ষমতার পাম্প লাগিয়ে ভেতরের পানি বাইরে ফেলা হবে। তখন ওই ফ্লো-তে পলিও অপসারণ হবে। বিএনপি নেতা মোশারফ হোসেন মফিজ বলেন, অবিলম্বে সমগ্র ডুমুরিয়ার জলনিষ্কাশনে আমরা স্বেচ্ছাশ্রমে গেটের সামনে থেকে পলি অপসারণ করবো। বিল ডাকাতিয়া অঞ্চলের (রংপুর) ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল বলেন, জরুরি ব্যবস্থা নিতে পারলে আমাদের শেষ রক্ষা হবে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে পলি অপসারণ কাজ শুরু হয়েছে। শনিবার উচ্চক্ষমতার ৪টি পাম্প চালু হলে পরিস্থির উন্নতি ঘটবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET