খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস (পরিবহন বাস) ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার ও মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছে। এঘটনায় যাত্রীবাহী বাস জিএস ট্রাবেল (ঢাকা মেট্রো ব ১৪-৮৬৫৫) ও ট্রাক (যশোর ট ১১-৪১০৪)টির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা মোড়ের পূর্ব পাশে বাস এ দূর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ সরদার শরিফুল ইসলাম জানায় , মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা মোড়ের পূর্ব পাশে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের সংবাদ শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং ট্রাকের মধ্যে আটক থাকা ট্রাক চালক যশোর জেলার চৌগাছা উপজেলার আমিনুল ইসলামের ছেলে মোঃ রিপন হোসেন(৩০) ও সাতক্ষীরা সদরের আনছার আলীর মেয়ে সালেহা বেগম(৩৫) কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। পরে রিপনের অবস্থার অবনতি হলে তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Please follow and like us: