
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ২নং রঘুনাথপুর ইউনিয়ন শাখা আয়োজিত কর্মিসভা সোমবার সন্ধ্যায় শাহপুর বাজার দলীয় কার্যলয় অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা গাজী আব্দুল হালিম। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সরদার আব্দুল মালেক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেন,শরাফপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক হেমায়েত রশিদ খান,রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রব আকুঞ্জী। বক্তব্য রাখেন জেলা যুবদল সহ সভাপতি শেখ শাহিনুর রহমান,জাসাস নেতা স ম মোতালেব হোসেন সেচ্ছাসেবক দল নেতা শেখ, হুমায়ুন কবির, জাসাস নেতা আবু জাফর খান,শ্রমিক নেতা শেখ আব্দুল কাদের,ছাত্রনেতা এম এম জাফর হাসান,সেচছাসেবক সদস্য সচিব ইমরান হোসেন খাজা,বক্তব্য রাখেন রেজাউল করিম বাচ্চু,আছাদুজ্জামান আছাদ,আবু বক্কার,আলামিন সরদার,সেলিম আহমেদ,শাহেদুর রহমান মিঠু,রিপন সরদার,আরোতী মহাজন,আল হেলাল,মোকবুল হোসেন মন্টু,বক্কার গাজী,মনিরুজ্জামান গাজী,রহতুল্যা আকুঞ্জী আমজাত মোল্যা,ইউনুচ মোড়ল,শহিদুল গাজী,পির মোহাম্মদ,আব্দুল হাই গাজী, জালাল গাজী, কাফুর গাজী,কবির আকুঞ্জী,নজরুল ইসলাম,ওমর আকুঞ্জী,আলতাফ গাজী,হাফিজর রহমান গাজী,মুরাদ গোলদার প্রমুখ । কর্মি সভা শেষে সর্বসম্মতিতে এস এম মকবুল হোসেন মন্টু কে সভাপতি,আব্দুল হাই গাজী কে সাধারণ সম্পাদক ও আবু জাফর গাজী কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় ।
Please follow and like us: