১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




তাড়াশের বিস্তীর্ণ অনাবাদি মাঠগুলো “এখন গোচারণ ভুমি

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২২ ২০২৫, ২২:০২ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশের বি‌ভিন্ন অঞ্চলে বোরো ধান কাটা শেষ। এসময় কৃষক জমিতে স্বল্প পরিসরে বিভিন্ন জাতের বর্ষাকালীন বোনা ও রোপা আউশের ধানের আবাদ শুরু করবেন। আর এতেই তাড়াশের বি‌স্তীর্ণ ফস‌লি মাঠ যেনো আবাদ শুরুর পূর্বমুহূর্তে প‌রিনত হয়েছে গোচারণ ভূমিতে।
স্থানীয় কৃষি অ‌ফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষক বিভিন্ন জাতের বর্ষাকালীন বোনা ও রোপা আউশ ধানের আবাদ করে থাকেন। চলনবিলের কৃষকেরা বৃষ্টির উপর নির্ভর করে জমি চাষ, বীজতলা তৈরী, বীজ বপন ও রোপন‌ের কাজ করে থাকেন। যেহেতু এখনও বর্ষাকালীন রোপা ও আউস ধানের মৌসুম পুরোদমে শুরু হয়‌নি। আর এতেই কপাল খুলেছে গবাদী পশু পালন কারীদের। বি‌স্তীর্ণ অনাবাদী জ‌মির মাঠ যেন গোচারণ ভূ‌মিতে প‌রিনত হয়েছে। যে মাঠের দিকেই তাকানো হোক না কেন, দেখা যাচ্ছে ঝাকে ঝাকে গবাদী পশু মাঠে বিচরণ করছে। এতে অনেক ছোট খামারী স্ব‌স্তিতে আছেন কারন, তাদের গবাদী পশুর খাবার খরচ অনেকটাই কমে গেছে। ফলে প্রা‌ন্তিক খামা‌রিরা আ‌র্থিত ভাবে লাভবান হবার স্বপ্ন দেখছেন। তাড়াশ পৌর সদরের গবাদী পশু পালনকারী হরনাথ জানান, আমরা ছোট কৃষক কেনা খাবারে গরুপালন করা আমাদের জন‌্য ক‌ঠিন। তাই বে‌শির ভাগ সময়ই গরুকে মাঠের ঘাস আগাছা খাইয়ে পালন ক‌রি। এখন‌তো প্রায় সকল মাঠ‌ের ধানই কাটা হয়েছে। এতে আমার মতো যারা বা‌হিরের খাবারের উপর নির্ভর করে গরু পালন করেন তাদের জন‌্য খুবই ভালো হয়েছে। যেহেতু কোন মাঠেই ফসল নাই তাই নি‌শ্চিন্তে গরু চড়াতে পার‌ছি। গরুগু‌লোকে মাঠে ছেড়ে দিয়ে নি‌শ্চিন্তে গাছের ছায়ায় বিশ্রাম‌ও নিতে পার‌ছি।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, চলনবিল এলাকায় বোরো ধান কাটা শেষ। যদিও বর্ষাকালীন রোপা ও আউস ধানের বীজ সার সরকারি ভাবে প্রনোদনা দেয়া হয়েছে, তবে মৌসুম এখনও পুরোদমে শুরু হয়‌নি। আর এ সময়‌টিতে বি‌স্তীর্ণ অনাবাদী জ‌মির মাঠ গোচারণ ভূ‌মি হিসাবে ব‌্যবহৃত হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET