আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকাগুলোতে বইতে শুরু করেছে নির্বাচনের বাতাস পাশাপাশি সর্বক্ষেত্রে ভোট নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এরই ধারাবাহিকতায় তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনী এলাকাও পিছিয়ে নেই, মাঠে প্রান্তরে হাটবাজার সর্বত্র চলছে ভোট এবং প্রার্থী নিয়ে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচন অফিস সুত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ২১এপ্রিল পর্যন্ত ৪জন চেয়ারম্যান পদে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন মনোনয়ন পত্র জমা দান করন। যাচাই বাছাই শেষে ও আপিল নিষ্পত্তি পরবর্তী সবার মনোনয়ন বৈধতা পায়। এদিকে গতকাল ৩০এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হোসনেয়ারা পারভীন লাভলী এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ এই ২জন চেয়ারম্যান পদের প্রার্থী ব্যক্তিগত পারিবারিক কারণ জানিয়ে লিখিত আবেদন করে তাদের মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।