
সিরাজগঞ্জের তাড়াশে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষে বাড়ন্ত ষাঁড় বাছুর গরু বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গরু বিতরণ স্থগিত করেন তাড়াশ রায়গঞ্জ ও সলংগা আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজ এমপি।
শনিবার ৩০/০৯/২৩ তারিখে তাড়াশ প্রাণী সম্পদ অফিসের অধিনে প্রাথমিক ভাবে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে বসবাসরত ৫৫ টি নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলের বরাদ্দকৃত অর্থ দিয়ে বাড়ন্ত ষাঁড় বাছুর গরু বিতরণ করার কথা ছিলো। কিন্তু নির্দিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান রুগ্ন হাড্ডিসড় ও অপেক্ষাকৃত অনেক কম ওজনের বাছুর গরু সরবরাহ করার কারণে জনমনে অসন্তোষ দেখা দেয়। পরবর্তীতে গরু বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আব্দুল আজিজ এমপি এবং রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. নজরুল ইসলাম ঝন্টু সরেজমিনে অনিয়মের প্রমান পান এবং তাৎক্ষণিক গরু বিতরণ স্থগিত করেন। পাশাপাশি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কে তিরস্কার করেন এবং অনিয়মের অভিযোগে শাস্তি মুলুক ব্যবস্থার সুপারিশ করা হয়।
Please follow and like us: