সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর তাড়াশের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালী শেষে পরিষদ অডিটোরিয়ামে যুব ঋনের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সুইচিং মং মারমার সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইকবাল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, সমবায় কর্মকর্তা মোহাম্মাদ আব্দুস সালাম জাকারিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা রথীন্দ্রনাথ চক্রবর্তী, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ আব্দুল বারী খন্দকার, উদ্যোক্তা মোঃ আব্দুল মোমিন প্রমুখ।