মানবতার কাজে সবার পাশে, ভিলেজ ভিশন বাংলাদেশ। সমাজে পিছিয়ে পরা ও অবহেলিত জনগোষ্ঠীর আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ভিলেজ ভিশন সবসময় সবার পাশে দাড়াতে বদ্ধপরিকর। যার ধারাবাহিকতায় আজ ৩১ আগষ্ট শনিবার তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে, ‘সুখ পাখি’ সিরাজগঞ্জ এর যাকাত তহবিলের অর্থায়নে এবং ভিলেজ ভিশন বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায়, তাড়াশ উপজেলার ৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ইনকামমুলক উপকরণ দিয়ে সহযোগিতা করেছেন। এসময় উপস্থিত ছিলেন ভিলেজ ভিশন বাংলাদেশ এর সভাপতি জনাব শরীফ খোন্দকার এবং ভিলেজ ভিশনের উপদেষ্টা ও উপজেলা মসজিদের খতিব মাওলানা আব্দুল ওয়াহাব। যাদেরকে সহযোগিতা করা হয়েছে তারা হলো, মোঃ শাহিন (প্রতিবন্ধী) ঠিকানা সোরাপপুর মাদ্রাসার নিকট, একে ঝাল মুড়ি চানাচুর বিক্রির ভ্যন গাড়ি সহ মালামাল ( ফুড কার্ড) দেয়া হলো। মোঃ রফিকুল ইসলাম (বুদ্ধি প্রতিবন্ধী) ঠিকানা শোলাপাড়া পু্র্বপাড়া, তাকে ভাঙ্গারী ব্যবসা (হকারী) সিলভারের সামগ্রী ও বিভিন্ন মশল্লা দেয়া হয়েছে। এছাড়াও নবিরন বেওয়া শাক সবজ্বি বিক্রেতা (বাড়ি বাড়ি গিয়ে) তাকে একটি গর্ভবতী ছাগল ও ৬ টি মুরগী দেয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানের বিতরণ ব্যবস্থা ও সার্বিক সহযোগিতায় ছিলেন, ভিলেজ ভিশনের ভলান্টিয়ার মাসুম বিল্লাহ, তাইবুর খন্দকার, নাজমুল হাসান মেহেদী, জুবায়ের খন্দকার সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Please follow and like us: