সিরাজগঞ্জের তাড়াশে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ডিআইডি প্রকল্পের আওতায় সাইট সেভার্সের সহযোগিতায় ও বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সুইচিং মং মার্মার সভাপতিত্বে ও সাইট সেভার্সের জেলা সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা কর্মকর্তা মোঃ মুসাব্বির হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামীম আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা রথীন্দ্রনাথ, পল্লী বিদ্যুতের ডিজিএম নিরাপদ দাস, গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুজ্জোহা, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মোঃ আব্দুল বারী খন্দকার, প্রতিবন্ধী সংগঠন এসপিএএস প্রতিনিধি মোঃ আব্বাস আলী, আর ই পি ডি প্রতিনিধি মোঃ মোতাহার হোসেন প্রমুখ।