তাড়াশ পৌর কবরস্থান ও নব নির্মিত হাফেজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ০৮/০৩/২৪ তারিখে তাড়াশ কেন্দ্রীয় কবরস্থানের সেক্রেটারী আঃ সালাম বি এস সি, র সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মারমার সভাপতিত্বে জালসার প্রধান অতিথি ছিলেন তাড়াশ রায়গঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র আব্দুর রাজ্জাক।এছাড়া উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, মাওলানা লুৎফর রহমান, মতিউর রহমান কাজী, নাজিম ফকির, ফারুক মাস্টার সহ জালসায় আগত মুসুল্লিয়ান গন সহ প্রমুখ। উল্লেখ্য, তাড়াশ কেন্দ্রীয় কবরস্থানের কমিটি গঠন হয় ২০০৫ সালে যার মেয়াদ ২০ বছর যাবত চলমান রয়েছে, মূলত এই কমিটি তাদের কাজে কর্মে অত্যান্ত বিচক্ষণ স্বচ্ছতা ও ন্যায়নীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যা খুবই বিরল।উক্ত জালসায় প্রধান আলোচক ও দোয়া পরিচালনা করেন আল্লামা মুফতি খলিলুর রহমান দাঃ বাঃ।