
তাড়াশ কেন্দ্রীয় কবরস্থানে বাৎসরিক জালসা উপলক্ষে কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত তাড়াশ গ্রামের বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮/০১/২৫ তারিখে তাড়াশ কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন নবনির্মিত মাদ্রাসা কক্ষে কমিটির সুযোগ্য সেক্রেটারী ও তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি’র সঞ্চালনায়, উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সুইচিং মং মারমা। আলোচনার বিষয় বস্তু ছিলো, কবর স্থান সংলগ্ন নবনির্মিত মাদ্রাসা চালু করন সহ বার্ষিক জালসার তারিখ নির্ধারন, বার্ষিক আয় ব্যয় হিসাব বড় পুকুর সংস্করণ, মাদ্রাসার শিক্ষক নিয়োগ ও রমজানে মাদ্রাসা চালুকরন ও বিবিধ প্রসঙ্গে। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কবরস্থান কমিটির সহ সভাপতি মুনসুর রহমান বাচ্চু, ক্যাশিয়ার নাজেম উদ্দিন সহ কমিটির সকল সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন, আলহাজ্ব আফসার আলী, আলহাজ্ব ইউসুব আলী এবং তাড়াশ গ্রামের ছোট বড় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। পরিশেষে আব্দুস সালাম বিএসসি’র আহবান আসন্ন জালসাা সহ নবনির্মিত মাদ্রাসা চালু করন এবং পবিত্র কবরস্থানের সার্বিক উন্নয়ন কল্পে, তাড়াশ গ্রামের সকল ধর্মপ্রাণ মুসলমানদের নিজ দায়িত্বে সবধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।