
মোঃ তাজমুল ইসলাম, তালা প্রতিনিধিঃ- সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউএনডিপির আর্থিক ও বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের সহযোগীতায় ৬ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় তালা উপজেলা পরিষদ হলরুমে সরুলিয়া ও ধানদিয়া ইউনিয়নের আইন শৃঙ্খলা উন্নতির স্বার্থে সকল গ্রাম পুলিশের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। ওয়েব ফাউন্ডেশন তালা উপজেলা সমন্বয়কারী মোঃ ইউনুস আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন, ওয়েব ফাউন্ডেশন আশাশুনি উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, তালা থানা এস আই মোঃ জাহাঙ্গীর সেলিম। প্রশিক্ষনে দুইটি ইউনিয়নের ১৮ জন গ্রাম পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই প্রশিক্ষণ দেওয়া হয়।