দাগনভূঁঞা প্রতিনিধি:
“শেখ হাসিনার দীক্ষা-মানসম্মত শিক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে।
শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে গিয়ে মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম হাজারী সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা এমকে ইমাম উদ্দিন,ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল করিম প্রমুখ।
এছাড়াও বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন,ভাইস-চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন,মহিলা ভাইস-চেয়ারম্যন শাহেদা আক্তার শেফালী,বিভিন্ন প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী।
Please follow and like us: