
দাগনভূঁঞা(ফেনী)প্রতিনিধি:
৭ই মার্চ উপলক্ষে দাগনভূঞা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে অালোচনা সভা বুধবার বিকালে অনুষ্ঠিত হয়।
দাগনভূঁঞা উপজেলা অাওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জয়নাল অাবদীন মামুনের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
এতে বিশেষ অতিথি ছিলেন পৌর অাওয়ামীলীগ সভাপতি খায়েজ অাহমেদ,সাধারন সম্পাদক ও পৌর মেয়র ওমর ফারুক খাঁন,জেলা পরিষদের সদস্য ছালে অাহমেদ হায়দার,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী অাক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নুরনবী,কাশেদুল হক বাবর,বেলায়েত হোসেন স্বপন,অাবদুল্লা অাল মামুন,মাসুদ রায়হান,পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম,কাউন্সিলর,জিয়াউল হক জিয়া,জাকের হোসেন,মহি উদ্দিন জুয়েল, মনিরুলজামান সবুজ উপজেলা ছাএ লীগ সভাপতি অাবু নাচের চৌধুরী অাসিফ,সাধারন সম্পাদক রবিউল হাছান রাকিব,পৌর ছাএলীগ সভাপতি সামছু উদ্দিন মামুন,সাধারন সম্পাদক মনির হোসেন,সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন মাসুদসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us: