আরিফিন রিয়াদ, (গৌরনদী) বরিশাল ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ-আন্দোলনের চাপে পদত্যাগ করে দেশত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ-অভ্যুত্থানের পর পর বাড়ি ফিরতে শুরু করেছেন আওয়ামীলীগ সরকারের দায়ের করা মিথ্যা মামলায় ঘর ছাড়া বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা। তারই সুবাদে দীর্ঘ ১৩বছর পর শুক্রবার নিজ বাড়ি বরিশালের গৌরনদীতে ফিরেছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান দুলাল। তিনি প্রথমে তার বাবা-মা এর কবর জিয়ারত করেন। পরে তিনি উপজেলা মাহিলাড়াস্থ বিএনপি কার্যালয়ে নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় করেন। এ সময় বিএনপি নেতৃবৃন্দদের কোনো প্রকার সহিংসতা না করার জন্য সবাইকে অনুরোধ করেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে সর্বোচ্চ সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার আশ্বাস দেন এই কেন্দ্রীয় যুবদল নেতা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুব দলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, যুগ্ম আহবায়ক এম.এ গফুর, অন্যতম সদস্য মানিক মৃধা, সদস্য মাসুম হাওলাদার, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মনির হাওলাদার, ভারপ্রাপ্ত সদস্য সচিব ফুয়াদ হোসেন এনি, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা প্রমুখ।