১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দ্রুত গতিতে এগিয়ে চলছে গুইমারা উপজেলা ভবন নিমাণ কাজ




দ্রুত গতিতে এগিয়ে চলছে গুইমারা উপজেলা ভবন নিমাণ কাজ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২৩, ১৯:৫৬ | 689 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ভবন নির্মাণে ১৩ কোটি ২৪ লক্ষ টাকা বরাদ্দে কাজ চলছে।গত রবিবার ভবন নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  মেমং মারমা।সঙ্গে ছিলেন,উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,উপজেলা কৃষি ব্লগ সুপারভাইজার মো: মুজিবুর রহমান প্রমূখ।
গুইমারা উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, দ্রুতগতিতেই চলছে উপজেলার মেইন ভবন নির্মাণের কাজ। এছাড়াও পরবর্তিতে বাকী ভবন,উপজেলা নির্বাহী অফিসার সহ সকল কর্মকর্তার ভবন নির্মাণের কাজ শুরু করা হবে। তবে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন সহ বেশ কিছু কর্মকর্তার ভবন নির্মানের জায়গা অবৈধ ভাবে দখল করে আছে।
স্থানীয়রা বলেন, ২০১৪ সালে গুইমারা উপজেলা ঘোষনার পর উশ্যেপ্রু মারমা চেয়ারম্যান থাকা কালীন তেমন কোনো উন্নয়ন হয়নি। এমনকি উপজেলার ভবন ও নির্মাণ করা হয়নি।উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা নির্বাচিত হয়ে আসার পর থেকে বিভিন্ন উন্নয়নে রূপান্তর হচ্ছে। সম্প্রতি নির্মাণ করা হচ্ছে ১৩ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে গুইমারা উপজেলা ভবন। এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের অফিস ও বাস ভবন নির্মাণের কাজ অব্যহত রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET