বগুড়ার ধুনটে বাল্য বিবাহ প্রতিরোধ, যৌন নির্যাতন, মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঝঁংঃধরহধনষব ওহরঃরধঃরাব ঃড় চৎড়ঃবপঃ ডড়সবহ ধহফ এরৎষং ভৎড়স এইঠ (ঝঃড়ঢ় এইঠ) প্রকল্পের আওতায় রবিবার বিকালে গোপালনগর ইউনিয়ন পরিষদে চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের আয়োজনে গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রখেন বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান।
বাংলাদেশ ইউএনএফপিএ’র সহযোগিতায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতিসংঘ জনসংখ্য তহবিল বগুড়া জেলা প্রতিনিধি তামিমা নাছরিন, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, ইউপি সচিব জাহিদুল ইসলাম, গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তালুকদার, ধুনট থানার এস আই আল এমরান, নুরুজ্জামান, প্রদীপ কুমার বর্মন, মন্তাজ, এএস আই মনোয়ারা খাতুন, আতিকুর রহমান, শাহজাহান আলী ও গোপালনগর ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক বাবু প্রমুখ।