মেহেদী জামান লিজন, জাককানইবি প্রতিনিধিঃ জিয়া অরফানেজ মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্য বি এন পি ও জামাত কর্তৃক জাতির জনকের ছবি অবমাননা এবং বাংলাদেশ দূতাবাসে হামলাকারীদের শাস্তির দাবীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার সকালে প্রতিবাদ মিছিলটি জয় বাংলা চত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকারের সভাপতিত্বে প্রতিবাদসভায় বক্তব্য প্রদান করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ড. মোঃ সাহাবউদ্দিন, দোঁলনচাপা হলের প্রভোস্ট অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব প্রমুখ।