নবাগত সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদ কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি নং- ১২০৬৮) সিরাজগঞ্জ জেলা শাখা।
সোমবার ১৮ মার্চ বিকাল সাড়ে ৩ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা সভাপতি মোঃ আমিনুর ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদ রানা। শিক্ষক নেতৃবৃন্দদের বক্তব্যর মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষায় অবদানের সকল কর্মকাণ্ড তুলে ধরা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম, সদর উপজেলার সভাপতি মোঃ নজরুল ইসলাম সহ শতাধিক সহকারী শিক্ষক নেতৃবৃন্দ।