নাঙ্গলকোটে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কুমিল্লা ও নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমীন সরকার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাঈন উদ্দিন দুলালের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক, মৎস্য অফিসার ইসরাত জাহান, প্রকৌশলী শহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার আবু তাহের, পরিবার পরিকল্পনা অফিসার জাকারিয়া, সমবায় অফিসার জামাল হোসেন, মহিলা বিষয় কর্মকর্তা সালমা ইয়াসমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফারহানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক চান মিয়া সরকার, সদস্য মোঃ গিয়াস উদ্দিন, ভূঁইয়া আবুল কাশেম, মুসা মিয়া, আব্দুল মান্নান, নিজাম উদ্দিন মজুমদার প্রমূখ।
Please follow and like us: