১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে গাছের সাথে শত্রুতা, ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ




নাঙ্গলকোটে গাছের সাথে শত্রুতা, ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙলকোট কুমিল্লা ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২৩, ১৫:৩৩ | 726 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের ৩ নং মগুয়া ওয়ার্ডের পদুয়া পূর্ব পাড়ার নাজমুল হোসাইন মামুনের প্রায় ১৫ /২০ টি ফলজ ও বনজ গাছ রাতের আধাঁরে কেটে ও ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, পেরিয়া ইউপির পদুয়া পূর্ব পাড়ার মৃত মাস্টার শামছুল হকের পুত্র মগুয়া বাজার সাইমুন ইন্টারনেটের স্বত্বাধিকারী ও বাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মামুন তার পারিবারিক কবরস্থানের পাশে ব্যাক্তিগত জায়গায় ৩ মাস পূর্বে ২০/২৫ টি ফলজ ও বনজ গাছ রোপণ করে। গত মঙ্গলবার রাতের আধাঁরে দুর্বৃত্তরা ১৫/২০টি ফলজ ও বনজ গাছগুলো ভেঙ্গে ও কেটে ফেলে দেয়। এ বিষয়ে নাজমুল হোসাইন মামুন বলেন, বৃক্ষরোপনের অংশ হিসেবে আমি ৩ মাস পূর্বে আমার জায়গায় ২০/২৫ টি ফলজ ও বনজ গাছ রোপন করি। গাছগুলো মোটামুটি সুন্দরভাবে বেড়ে উঠেছে। কিন্তু মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা গাছগুলো ভেঙ্গে ও কেটে ফেলে। বিষয়টি আমি স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশীদের জানিয়েছি। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিব। ভবিষ্যতে কেউ যেন এমন নেক্কার জনক কাজ করতে না পারে। সাবেক ইউপি সদস্য খোকন বলেন, বিষয়টি মামুন আমাকে জানিয়েছে। আমি সরজমিনে গিয়ে দেখেছি। তার নিজের জায়গায় সে গাছ লাগিয়েছে। গাছের সাথে কারো শত্রুতা থাকতে পারে না। বর্তমান ইউপি সদস্য ইমাম হোসেন বলেন, মামুন বিষয়টি আমাকে জানিয়েছে। সে তার জায়গায় গাছগুলো লাগিয়েছিল। কারা এমন নাক্কারজনক কাজ করেছে তা আমরা খতিয়ে দেখছি। দুর্বৃত্তদের সন্ধান পেলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণে আমি সহযোগিতা করব। নাঙ্গলকোট থানা পুলিশ উপ-পরিদর্শক নাজমুল হাসান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সরজমিনে তদন্তের জন্য এ এস আই আনোয়ার হোসেন কে দায়িত্ব প্রদান করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET