কেফায়েত উল্লাহ মিয়াজী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ শনিবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মৌকারা ইউনিয়ন বিএনপি সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজুমদার, মৌকারা ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, উপজেলা মৎস্যজীবী দল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজী, রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি লোকমান হোসেন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, বিএনপি নেতা আরিফুল আলম নোমান, মৌকারা ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, ৭নং ওয়ার্ড সভাপতি গেয়াস উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপি নেতা শাহ জাহান, ২নং ওয়ার্ড সভাপতি বাবুল সর্দার, উপজেলা যুদল নেতা কবির খান, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমীর হামজা মুন্না।
সমাবেশে উপস্থিত ছিলেন, মৌকারা ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাশেম, ঢালুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল মমিন, বিএনপি নেতা শাহ আলম ভূঁইয়া, উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন, পৌরসভা যুবদল নেতা মনিরুজ্জামান মানিক, মৌকারা ইউনিয়ন যুবদল নেতা জুয়েল, উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল প্রমূখ।
Please follow and like us: