
কুমিল্লার নাঙ্গলকোটে গলায় ফাঁস দিয়ে রুজিনা আক্তার (৩৫) নামে এক যুবতি আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী ওই যুবতি উপজেলার মৌকারা ইউনিয়নের ময়ূরা গ্রামের মৃত আব্দুল মালেক ড্রাইভারের মেয়ে। বুধবার ভোর রাতে রুজিনা বসত ঘরের সিলিংয়ের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। খবর পেয়ে রুজিনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ময়ূরা গ্রামের মৃত আব্দুল মালেক ড্রাইভারের স্বামী পরিত্যক্তা মেয়ে রুজিনা বাবার বাড়ীতে বসবাস করে আসছে। রুজিনাকে দু’টি বিবাহ দিলেও বিচ্ছেদ হয়ে যায়। তার প্রথম স্বামীর এক কন্যা সন্তান রয়েছে। বুধবার ভোর রাতে বসত ঘরের সিলিংয়ের সাথে রুজিনার ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন থানা পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক ইয়ামিন সুমন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।