মোঃ শাহাদাত হোসেন- বাংলাদেশ রেলওয়ে বেসরকারি ট্রেন কর্ণফুলি এক্সপ্রেস ও সাগরিক এক্সপ্রেস ট্রেনের টিকেট নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রয় করায় ক্ষুব্ধ ভূক্তভোগী নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের যাত্রীরা। কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন বেসরকারি কর্ণফুলি ও সাগরিকা এক্সপ্রেস ট্রেনের টিকেট কাউন্টারে দীর্ঘদিন যাবৎ নাঙ্গলকোট থেকে চট্টগ্রাম নির্ধারিত টিকেট মূল্যে ৬০ টাকা হলেও অসাধু টিকেট কাউন্টার কর্মকর্তা মিলন ও সহকারী কর্মকর্তা সহিদ ৬০ টাকার টিকেট বিক্রয় করছে ১০০ টাকায়। অতিরিক্ত টাকা না দিলে এসব অসাধু কর্মকর্তাগণ সংরক্ষিত সিট দিচ্ছে না বলে অভিযোগ করছেন একাধিক ভূক্তভোগী যাত্রী। টিকেট কাউন্টার কর্মকর্তা মিলনের কাছে নিধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি জানতে চাইলে সাংবাদিকের কাছে অস্বীকার করেন। ভূক্তভোগী যাত্রীরা বলেন, আমরা ট্রেন আশার পূর্ব মূর্হতে লাইনে দাড়িঁয়ে থাকি, অসাধু সহকারি কর্মকর্তা সহিদ আলাদা ডেকে নিয়ে আমাদেরকে ৬০টাকার মূল্যের টিকেট ১০০/১৩০ টাকা দামে জোরপূর্বক আদায় করে। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাষ্টার জামাল হোসেন বলেন, অভিযোগের বিষয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবো। নাঙ্গলকোটের জন্য নির্ধারিত টিকেট কর্ণফুলি এক্সপ্রেস ২২টি ও সাগরিকা এক্সপ্রেস ১২টি রয়েছে। নির্ধারিত সিটের তুলনায় যাত্রী বেশি হওয়ায় এসব অসাধু কর্মকর্তারা এর সুবিধা ভোগ করছেন।
Please follow and like us: